তোমার ঐ পুরাতন হারমোনিয়ামটা,
চেয়ে থাকে দেওয়ালে ঝুলানো ছবিটা।
মন ভরে সেদিন শুনেছি-
গানের সুরে তোমার হাসি।
কতো ভালো গাইতে তুমি,
কেঁপে উঠত হৃদয় ভূমি।
ঐ সুরের মূর্ছনা আজ‌ও শুনি,
হে প্রিয় কোথায় আছ তুমি অভিমানী।
অনুভবে প্রতিক্ষণে পাই,
আমি শুধু তোমার কথাই।


        *********
নিজ বাসভবন, ধ‍র্মনগর
   উত্তর ত্রিপুরা, ভারত
   তাং: ২৪/১০/২০১৭
        সকাল-১০.১১