কবিতা কি শুধু কল্পনা,
-আর তথাকথিত বেখেয়ালিদের
খেয়ালিপনার সুর?
নাকি কবিতা-এক আকাশ মেঘ,
সাত সমুদ্র তের নদীর লোনা আর মিঠা জল!
আবার কখনো মনে হয়,
উচ্চ শ্রেষ্ঠ বরফ ধবল হিমালয়ের
প্রতি কন্দরে কন্দরে কবিতাদের জন্ম
আর বেড়ে উঠা!
কখনো জন্ম হয় তার সাহারা মরুভূমির
মরীচিকার ভিড়ে অথবা রক্ত শুকানো
সূর্যের 'তা' পেয়ে!
কবিতা এক জীবন দর্শন‌ও বটে,
আর তার কবি হন দার্শনিক।
সত্ত্ব রজঃ তম মহাত্রিগুণের জন্ম বিকাশ
অথবা সমাধি নিশ্চিতরূপে কবিতাই।
বেদ, বাইবেল আর কুর‌আন শরীফে
আছে কবিতার মাঝেই বিশ্বমানবতা।


********


তাং: ০৪/০৪/২০১৮ ইং
২০ চৈত্র,১৪২৪ বাং
সকাল:০৫.৫১
নিজ বাসভবন, ধ‍র্মনগর
উত্তর ত্রিপুরা, ভারত