আমাদের কথা হয় সন্ধ‍্যার সময়,
মালতিরা ভরে উঠে সঞ্চিত হৃদয়।
নীল শাড়ি উড়ে তার পাগলা হাওয়ায়,
পলকেতে প্রাণ জাগে সৃষ্টির আশায়।
চাঁদখানি হেঁসে উঠে আকাশেতে ভেসে,
ঝঙ্ গুলো ছাড়িয়ে দিই বারেবারে ঘসে।
ঝিঁনুকেরা বুক খুলে সাগরের তটে,
আঙ্গুলের ছোঁয়াতে মুখ বুঝে বটে।
রূপে গুনে ভরে উঠে যৌবনের আলো,
লাজেতে মরি যেন আমি বড়ো কালো।
শিহরণ জেগে উঠে প্রতিকূপে তার,
মৃত‍্যুতেও মনে হয় আমরা অমর।
হৃদয়ের মূরচ্ছনা শুনি সুরের সাগর,
আঁখি ভরি চাহি আমি হিমালয় ডাগর।
কবিতার কতো কথা স্বপ্নের ছবি,
উদিবে আমার নিশ্চয় ভাগ‍্যের রবি।
জোনাকির ডানা ভরা ক্ষনিকের আলো,
অন্ধকারে যায় দেখা তাওতো ভালো।
মৃত‍্যুঞ্জয়ী নারী সে সঙ্গমের ত্রিবেণী,
ঘোলা জল বহিলেও সেই মন্দাকিনী।
পঙক্তির আড়ালে জাগে রঙধনু মালা,
সুখ শুধু নয় আছে গোপন জ্বালা।
স্বার্থপর ভ্রমরা চুষে নিল রেণু,
হৃদিমা বলে যেন-"আমি কামধেনু"।


***********
তাং: ‌২৯/০৮/২০১৮ ইং
১২ভাদ্র,১৪২৫ বাংলা
সকাল:১০.১৩
নিজ বাসভবন,ধ‍র্মনগর
উত্তর ত্রিপুরা, ভারত