দেখতে তোমায় ভালোলাগে,
লাল গোলাপের মতো।
রাত জেগে আজ গল্প ক‍রি,
প্রথম দিনের মতো।
দূর্বা ঘাসে কোমল পায়ে,
হাটলে তুমি সুদূর গাঁয়ে।
ঝলমলে রোদ সোনার মুখে,
মিষ্টি আলো তোমার চোখে।
আঁকা বাঁকা  গ্ৰামের পথে,
সুবাস তোমার ভাসে মাঠে।
পুকুর ভরা শাপলা কমল,
কেন তুমি অশ্রু সজল?
নেচে গেয়ে হেসে খেলে,
ডুবে থেকো খুশির জলে।

         *********
নিজ বাসভবন, ধ‍র্মনগর
   উত্তর ত্রিপুরা, ভারত
   তাং: ২১/১১/২০১৭
        সকাল:১০.২১