একটা অদ্ভুত অন্তহীন আকাশের নিচে,
বিশ্মিত জীবন যাপন।
যাদু ভরা -একটি সাহসী হৃদয় নিয়ে আছি,
যার সম্পর্ক লম্বা গাছগুলোর সাথে।
তাদের উজ্জ্বল পাতাগুলো-
আলোয় রত্নখণ্ডের মতো ঝিকিমিকি করে;
ফুল ফুটে মন কাড়া রঙে -
স্বপ্নের মতো প্রাণীরা বিচরণ করে তাদেরই নিচে।
সূর্যের উজ্জ্বল  আলো নয়তো  বৃষ্টির ধারা,
রাতের আকাশে মিটমিট করে হীরার মতো লাখো তারা।
চাঁদের আলোয় বসে দিদিমার গল্প শোনা-
রোমাঞ্চিত হাসি-কান্না, সমুদ্রের জোয়ার ভাটা।
এই ছোট্ট জীবনে, বিস্ময়ে ভরা পৃথিবীতে-
আলোকিত স্বপ্ন দেখি প্রতি রাত আমি।