হ‍্যাঁ!আমি মাচা হতে চাই
কোন এক গুল্মের-
আবার সে হয়তো বা কখনো হবে 'মা'!
একদিন -ফুল ফোঁটবে ফল আসবে,
এই একটা মাচায় ভর করে।
গোটা গোটা ফল ঝুলে থাকবে
ঐ কোমলাতি লতিকার গায়ে।
সেটা হোক লাউ বা সিম যা কিছু,
কেন বলি মাচা ছাড়া মাটিতে-
ভালো ফুল হয় না,
ফলের তো প্রশ্ন উঠে  না।
তবে কেউ কি বলবে-আমার কথা,
বা ঐ লতিকার কথা?
উত্তর সম্ভবতঃ না হবে,
তবুও বেশ ভালো লাগবে।
সবাই যখন ফল খোঁজবে-
তাঁকাবে ঝুলানো ফলগুলোর দিকেই।
****
তাং:১৩/০১/২০১৯