মাতৃভাষা


- মধু মঙ্গল সিনহা


দীর্ঘ সংগ্ৰামে অর্জিত তুমি, হে মোর মাতৃভাষা,
শিহরণ জাগাও বারেবারে অমর একুশের প্রাণে!
মনে রেখো আজ- ঐ রক্তে রাঙা ফেব্রুয়ারির ভোরের সূর্যোদয়।
শহীদ-মিনার আমি ছুতে পারিনি কখনো কাঁটাতার মাঝে-
অঙ্ক কষেছি  কত বার কত ভাবে উড়ে যাবো বরকতের দেশে।
বাগিচায় ফোঁটেছে গোলাপ মন চায় দিতে তাঁরে ,
যে মিনার প্লাবনের সাক্ষী শত শহীদদের তাজা রক্ত ফোয়ারায়।
নিদ্রা ভাঙুক সকলের তবে স্বপ্ন ভঙ্গ যেন না হয়,
'রফিক', 'সুদেষ্ণা'-দের রক্তে কেনা মাতৃভাষা-
বেঁচে থাকুক  সকলের মাতৃভাষা জুড়ে বিশ্বময়।