তোমার কবিতার মশা গুলি,
কাল আসিল আমার বাড়ি।
মাঝ রাতে যে ঘুম ভেঙ্গে যায়,
ঐ মশার দলের যন্ত্রণায়।
মশারীর ভেতরে ঢুকল কেমন,
তারা ফাঁক ফুকর খোঁজে।
পরে আবার ডাকছে সুরে,
আমার রক্ত শোষার উল্লাসে।
লাইট জ্বালিয়ে অবাক আমি,
এতো মশা  কেমন জানি?
হাতের চোটে মারছি যত,
রক্তে  রাঙাই হাত যে তত!


            ১২/০৫/২০১৭
              (২৮শে বৈশাখ)
        ধর্মনগর, উত্তর ত্রিপুরা
                ।। ভারত।।