কতকাল ধরি বহিয়া চলিছ তুমি,
অজানা গন্তব্যের পথে।
দেখনি তুমি সাগরের জোয়ার ভাঁটা,
পাওনি জলের তেতো স্বাদ।
তবু আলাপে বিলাপে চলিছ তুমি,
পাহাড়ের বুক বেয়ে সমভূমির পথে।
খেয়ালে খেয়ালে রঙিন স্বপনে,
চলিছ আজো আপন পথে !
কত শত ফুল প্রস্ফুটিত কোলে,
শুনি ভ্রমরের আনন্দ গুঞ্জন।
শেখালে তুমি গতিময়তার আশীর্বাদ,
স্পর্শ করিয়া অসীম সিন্ধু।


********


তাং: ২৫/০৪/২০১৮ ইং
১১ বৈশাখ,১৪২৫ বাং
বিকাল:২.৪৯
নিজ বাসভবন, ধ‍র্মনগর
উত্তর ত্রিপুরা, ভারত