নীল সাগরে জাহাজ চড়ে,
বেরিয়ে পড়ি অনেক দূরে।
ব‍্যাকুল হৃদয় গভীর জলে,
হারিয়ে গেছি আকাশ তলে।
কাব্য কথায় মনের ব‍্যথা,
লিখতে থাকি অনেক কথা।


শৈশবের ঐ রঙিন দিনে,
চেয়ে থাকি দূর গগনে।
প্রাচীর বাঁধা মায়ের মায়া,
ধরে রাখতো আমার কায়া।
আকাশ থেকে উচুঁ আমি,
হীরার চেয়েও অনেক দামী।
অলীক কথার স্বপ্ন বুনে,
অনেক মজা পেতাম মনে।


     *********
নিজ বাসভবন, ধ‍র্মনগর
   উত্তর ত্রিপুরা, ভারত
   তাং: ৩১/১০/২০১৭
        সকাল-০৯.৪৪