খুব ঘৃণা হয় তোমাদের,
নোংরা রাজনীতিতে।
ক্ষমতার দম্ভে,
লেলিহান জ্বিবে
চেটেছ কত মায়ের বুক!
সত্য মিথ্যা হয়,
মিথ্যা আবার সত্য।
নিজেদের স্বার্থে করো,
অপরে নির্মম আঘাত।
হিংসা খুন আর
ধর্ষণ সংঘাত।
ভাই ভাই ভিন্ন ঠাই,
তোমাদের গুণে।
গৃহের লক্ষী আজ
রাস্তায় রাতে-
কুচক্রী তোমাদের,
কুমন্ত্রণা আর লালসাতে।
আমি কখনো দেখিনা,
কোন নেতা মন্ত্রীর
স্ত্রী কন‍্যা রাতের মিছিলেতে!
দূর্বাগা দেশের অসভ্য
রাজনীতি,
জন্মদেয় প্রতিক্ষণে
হিংসা,দন্দ আর
সামাজিক অবক্ষয়।

  *********
নিজ বাসভবন, ধ‍র্মনগর
   উত্তর ত্রিপুরা, ভারত
   তাং: ২৪/১১/২০১৭
        সকাল:০৩.৫৯