আকাশ ভাঙার শব্দে ঘুম ভেঙে দেখি,
কোথাও মৃত্যু যন্ত্রণা নেই।
তুষার বিন্দু অনেক আগেই বাষ্প হয়ে উড়ে গেছে,
পাথরচাপা ঘাস গুলো আবারো যেন সবুজ পান্না।
পর্বত শৃঙ্গে বয়স্ক ঈগলের ঠোট ভাঙ্গা শেষ,
সে নিজের রক্ত ডানায় মেখে পুনর্জন্মের সুখ অনুভব করছে।
বরফ গলা জল নিম্নগামী, কেউ থেমে নেই
পৃথিবীতে স্থাবর বলে কিছু নেই।
ইতিমধ্যে হোয়াটসঅ্যাপে মেসেজ দেখি-
অরুনিমা আবারো গর্ভবতী।