শুধু প্রেমে পড়ার জন্য?
                -মধু মঙ্গল সিনহা
মনে হয় যেন বৃষ্টিতে ভিজেছি,
কনকনে ঠান্ডা আমাকে আবৃত করে রেখেছে।
একটি উগ্র আবেগের সঙ্গে সহবাস করে চলি নিরন্তর.
তবুও সবসময় উপায় খুঁজতে থাকি-
যাতে নিজের গভীরে নিজেকেই কবর দিতে পারি।
যদিও কেউ কেউ 'ভালোবাসা'কে কবর দিয়ে  যান
আমার হৃদয়ের ভেতর।
তাদের কি প্রতিটি শব্দ মনে আছে?
আমাকে বলেছিলো যেগুলো বাক্য বাক্য;
কঠোরতম শব্দের চেয়ে গভীর, তাদের নীরবতা।
মনে হয়-
সেটাই;  স্বীকারোক্তি, প্রেম এবং লালসা?
আমি কি নিজেকে ঘৃণা করি?
নিজেকে নিজের অন্ধকারে কবর দিতে চাই,
এই গ্রহের গভীরতম গিরিখাতে
শুধু প্রেমে পড়ার জন্য?