পানিপথের প্রথম যুদ্ধ
২১ এপ্রিল ১৫২৬ খ্রস্টাব্দ,
ভারতের হরিয়ানার পানিপথ গ্ৰামে।
দৌলত খানের প্ররোচনায়,
ইব্রাহিম লোদি যুদ্ধ করেন বাবরের সাথে।
মাএ তিন ঘন্টার যুদ্ধে ধ্বংস হলো,
লোদি রাজবংশ-যার ছিল লক্ষ সেনা,
প্রায় হাজার খানেক হাতি।
প্রাণ গেল ইব্রাহিম লোদি সহ -
কুড়ি হাজার সৈনিকের।
প্রতিষ্ঠা হলো মুঘল সাম্রাজ্য,
যাতে ছিল মাত্র পনের হাজার সৈনিক।
প্রমাণ করলো সংখ্যা নয়-
শৃঙ্খলা আর কৌশল চাই সম্রাট হতে।


********


তাং: ২১/০৪/২০১৮ ইং
৭ বৈশাখ,১৪২৫ বাং
সকাল:৫.০৯
নিজ বাসভবন, ধ‍র্মনগর
উত্তর ত্রিপুরা, ভারত