তরী খানি বেয়ে চলি উজানের পানে,
বিনা তারে বীণা বাজে হৃদয়ের টানে!
কারিগরি করে কে যে কোমল মনে,
পুষ্পরাজী ফুটে কেন গহন বনে?
বিশাল গিরিরাজে শিখর চুড়া তুমি,
তবো পাদদেশে তৃণভূমি হয়েছি আমি!
থরথর কাঁপে দেহ সমীর পরশে,
তবু যেন দোলা লাগে আনন্দ হরষে!


********


তাং: ১৩/০৪/২০১৮ ইং
২৯ চৈত্র,১৪২৪ বাং
রাত:১০.৩৬
নিজ বাসভবন, ধ‍র্মনগর
উত্তর ত্রিপুরা, ভারত