সমভূমির বুক চিরে যদি,
যেতে পার ছোট নদী-
শান্তির বুক ভেঙ্গে তুমি
বহমান, জানি শুধু আমি।
রাঙা রক্ত শ্বেত পদ্মে,
জীবনটা ভরেছে আজ গদ্যে।
জলাঞ্জলি দিয়েছি জীবন যেন,
তুমি মান বা নামান।
শুকা বালুচরে আমি অলস,
মৃত ঝিনুকের প্রাণহীন খোলস।
আজ সূর্যের স্নেহ মায়া,
শুকিয়ে দিয়েছে আমার কায়া।
তবুও মন্দিরে পূজা আরতি,
বসিয়েছি তোমার‌ই শোভিত মুর্তি।
অবাক আমি তাঁকিয়ে তোমায়,
ভুল বুঝেই চলেছ আমায়।


       **********


নিজ বাসভবন, ধ‍র্মনগর
   উত্তর ত্রিপুরা, ভারত
তাং: ১৪/১২/২০১৭ ইং
২৮ই অগ্ৰহায়ণ;১৪২৪ বাং
       সকাল:৯.৩৯