এভারেস্টের ছায়ায়,
প্রবল ঝড়ো-ঈর্ষার আলোড়ন,
একটি বড়সড় সাপ হৃদয়ে কুণ্ডলীবদ্ধ,
শুনি তার তিক্ত ক্ষোভের ভয়ঙ্কর গর্জন ।


রাঙা চোখের দৈত্যতা, বিষাক্ত শ্বাস-প্রশ্বাস,
জীবন-মৃত্যুর মধ্য দিয়ে হেঁটে চলি।
নিঃসৃত সূক্ষ্ম বিষ বিন্দু ধীরে ধীরে,
উর্বর মাটিতে নি‌ক্ষেপিত নতুন নতুন মৃত্যু সংকেত।


ছদ্মবেশে সেও-
সত্যকে আড়াল করে চলে প্রতিদিন।
প্রশংসা থেকে বেদনাদায়ক ঈর্ষা পর্যন্ত;
চলতে থাকে অভ্যন্তরীণ দহন জ্বালা।


মনের বাগানে, লুকিয়ে থাকে –সহস্র ক্ষত,
তবুও বাঁচতে চাই-লোভনীয় রাতের ছায়ায়।
চাঁদকে আলিঙ্গন করে,  বিকশিত হওয়ার  ইচ্ছা;
তাই করে চলি-ঘৃণার পাহাড়ে স্বপ্নের চাষাবাদ ।