অহংকার, অহংকার, কতই না তুমি ক্ষতিকারক,
মানুষের মনে বিষ ঢেলে দাও- অত্যন্ত ভয়ঙ্কর।


নিজের গুণে মাতাল হয়ে, ভোলে যাও সকল,
অন্যদের তুচ্ছ করে, মনে করো শুধু তুমিই ফল।


জানো নাকো তুমি, অহংকার যে ভঙ্গুর একটা  কাচের ঘর,
এক ঠোঁকারেই ভেঙে হবে সব চূর্ণ চুর।


অহংকারী মানুষ যে ভাই কেউ করে না পছন্দ,
সবার কাছেই অপ্রিয় সে, জীবনে নেই আনন্দ।


তাই ছেড়ে চলো অহংকার, নম্র হও মনে,
সকলের সাথে ভালোবাসা বাড়িয়ে তোলো দিন দিনে।


শ্রদ্ধা করো সকল মানুষ, ছোট  হোক বা বড়,
তাতেই  হবে জীবন সুন্দর, মান বাড়বে আরো।