রাতের গভীরে জেগে উঠা ধ্রুবতারা,
কনক চাঁপা ফুলের সুগন্ধে মধুপরা।
অবোধ আমি আজি পূজি এ প্রকৃতিরে,
বানিয়েছ আলয় যে ক্রোড়ে থাকিবারে।
মহাদেবী তুমি তনু সুন্দরী কামিনী,
তোমা হেরি আনন্দে কাটে দিবা যামিনী।
সতত যে তুমি বর্ষিলে প্রেমালিঙ্গন,
তোর বারিধারায় সিক্ত প্রেম রতন।
কখনো সখী তুমি হ‌ইয়োগো  আমার,
ভালোবাসি মৃদুমন্দ  হাসি যে তোমার।
বিরাজিয় তুমি মোর হৃদয় কন্দরে,
তোমারে সেবিতে চাহি অন্তরে অন্তরে।
নিতান্ত ভালোবাসি প্রকৃতি আমি তোরে,
ভালোবেসে যেয়ো তুমি আজীবন মোরে।


   *********


নিজ বাসভবন, ধ‍র্মনগর
    উত্তর ত্রিপুরা, ভারত
তাং: ১৯/০১/২০১৮ ইং
   ০৫ মাঘ,১৪২৪ বাং
        সকাল: ৬.১১