বুকের ভেতর বহে প্রেম মন্দাকিনী,
রবিঠাকুর মনে জাগে মোর চাঁদিনি।
কানে শুনে বৃষ্টি পড়ে টাপুর টুপুর,
যেন আজ আসে বর্ষা শীতের দুপুর।
'গীতাঞ্জলি' গীতি কাব‍্যে প্রফুল্লিত মন,
ভ্রমরার গুঞ্জনেতে জাগিল গগন।
চোখে চোখে খোঁজি আমি দৃষ্টি সীমানায়,
তোমার সাহিত্যে গান নব ঠিকানায়।
প্রতিদিন নতুন লাগে পুরাতন তাই,
সৃষ্টি সুখের উল্লাস তোমাতেই পাই‌।
শিল্পিবর তুমি যেন ভাষা শিল্পপতি,
তোমারে যে রচিল কেন কোন স্থপতি?
তুমি কি শুনিছ কবি বাঙালির ব‍্যথা,
তুমাতে খোঁজিল আজি ইতিহাস কথা!


        *********


নিজ বাসভবন, ধ‍র্মনগর
    উত্তর ত্রিপুরা, ভারত
তাং: ২২/০১/২০১৮ ইং
   ০৮ মাঘ,১৪২৪ বাং
        বিকাল: ২.৪১