শতাব্দীর ধুঁয়া ঝাপসা করেছে দিগন্ত,
কত যুগ ধরে বয়ে চলেছে কালের নদী।
কত রাজত্বের হয়েছে উত্থান ,
আর কতোর পতন পরিহাস।
তবু কিছু প্রেম ভালোবাসা টিকে আছে চিরন্তন,
যুগে যুগ ধরে সৃষ্টি সাক্ষ্য নিয়ে।

প্রেমে কবিতা আর শিল্পীর ছবি,
পাহাড়ের চূড়া, নদীর স্রোত,
সমুদ্রের বিশালতা, আকাশের নীল,
প্রকৃতির অপার সৌন্দর্য,
যুগ যুগ ধরে টিকে আছে।

রাজতন্ত্রের উত্থান-পতন,
সত্যের আলো, ন্যায়ের ভালোবাসা,
যতই যুগ বদলাক, যতই কাল বয়ে যাক,
বীরত্বের গৌরবগাথা, সব লেখা থাকে
কালের খাতায়।