শান্তির খোঁজে শুধু তুমি ন‌ও-
আমিও চলেছি দ্বীপ থেকে  দ্ধীপান্তরে।
আমার হৃদয়ে যদি থাকতো তা টুইটুম্ভূর,
নল খুলে দিতাম আমি-
তুমি নিশ্চয় ভেসে যেতে শান্তির স্রোতে!


আর বলি স্বাধীনতা মানে-
যা খুশি করে যাওয়া নয়।
বরং আত্মনিয়ন্ত্রণ করা,
অপরের সুবিধার কথাও ভাবা।
চালাকিতে-
কাউকে পরাধীন হয়তো করা যায়,
নিজে কখনো স্বাধীন হ‌ওয়া যায়না বন্ধু।


***********
তাং: ‌১৭/০৮/২০১৮ ইং
৩১ শ্রাবণ,১৪২৫ বাংলা
সন্ধ্যা:৭.১২
নিজ বাসভবন,ধ‍র্মনগর
উত্তর ত্রিপুরা, ভারত