জানিনা সে ফুলে গন্ধ ছিল কিনা,
ভালবেসেছি সে যখন ছিল অচেনা।
মনের গন্ধেই মোহিত ছিলাম-
অনুরাগে খোঁজে সেটাই পেলাম।
কথা হয় তার সাথে গভীর রাতে,
জাগায় মোরে ভোর-প্রভাতে।
হৃদয় জুড়ানো ফুলের হাসি-
তাতেই তারে ভালোবাসি।
ঠাই দিয়েছে আমায় সে যে,
মন মাতানো পরীর দেশে।
ফুলের ডালে ভ্রমর কত,
চোষতে রেণু ব‍্যস্ত শত।
সুভাষ ভাসে আকাশ পানে,
ফুলের কথা প্রাণের মনে।
পাঁপড়ি গুলো মুদে নিও,
বুঝে শুনে মধু দিও।


***********
তাং: ‌২৮/০৭/২০১৮ ইং
১১ শ্রাবণ,১৪২৫ বাংলা
রাত: ১১.০৯
নিজ বাসভবন,ধ‍র্মনগর
উত্তর ত্রিপুরা, ভারত