সূর্যালোক সবার গায়ে সমান ভাবে পড়ে না,
জানিনা আগের দিনে পড়তো কিনা?
চারিদিকে শুধু সূর্য আরো উজ্বল সূর্য,
তারকারা হিমশিম খায় রাতের অপেক্ষায়!
সূর্যমুখী ফুলেরা আজ বিভ্রান্ত-
আসল সূর্য কে বা কোন দিকে আছে বুঝেনা।
সে তো আসল সূর্যের দিকে মাথা তুলতে চায়,
কিন্তু বারবার দিশেহারা আজ সূর্যের খোঁজে।
এখন সে মাথা নুইয়ে মাটি তাঁকায়;সে আর
ফুটতে চাই না, চাই না তাকাতে আকাশে!


********


তাং: ‌০২/০৬/২০১৮ ইং
১৭ আষাঢ়,১৪২৫ বাংলা
সকাল‌:৬.১৮
নিজ বাসভবন,ধ‍র্মনগর
উত্তর ত্রিপুরা, ভারত