স্বপ্নভঙ্গ হয় কখনো গভীর মননে,
প্রাণের দুয়ারে আসিবেই বিরতি চিহ্ন!
গুহার আঁধারে নিমজ্জিত প্রাণ,
কখনো ভাসিয়া উঠিবে অশ্রু সজলে!
প্রভাতের পাখিরা গান গাহিবে না আর,
স্তব্দ ধরণী যেন এই বিদায় বেলায়।


********


তাং: ১৯/০৪/২০১৮ ইং
৫ বৈশাখ,১৪২৪ বাং
রাত:৯.২৩
নিজ বাসভবন, ধ‍র্মনগর
উত্তর ত্রিপুরা, ভারত