মহানন্দে গান গাহে নদী তীরে পাখি,
ভালোবেসে গিরি তরে হৃদয়েতে রাখি।
অগস্ত‍্য হই যদি বনস্পতির ভিড়ে,
পাখি তুমি রেখো মোরে তোমার কোটরে।
অচল  যদি হয় দু' গমনাঙ্গ মোর,
ঝর্ণার জলেতে ফেলিয়া দিও অন্তর।
বীরশ্রেষ্ঠ মহাবীর  প্রকৃতির প্রেমে,
মনে হয় বায়ু যেন যায় বুঝি থেমে।
যত হিংস্র বিকট আহব্বান শুনি,
মনেতে লাগে তাই  যেন জয়ের ধ্বনি!
শূন‍্যপথে তরু ফাঁকে তাঁকাই গগন,
নীলবুকে বারে বারে ডাকিল যেমন!
যত চাহি প্রিয়ে তরে অপরূপ রূপে,
উজ্জ্বলিয়া দেখাও তুমি শান্তি স্বরূপে।


       *********


নিজ বাসভবন, ধ‍র্মনগর
    উত্তর ত্রিপুরা, ভারত
তাং: ২৮/০১/২০১৮ ইং
   ১৪ মাঘ,১৪২৪ বাং
        সকাল: ৫.৫৯