চোখে ধুলো, মনে আশা,
হৃদয়ে কষ্ট, বেদনার ঝড়।
টাকার লোভে বিক্রি করেছে,
মানুষত্ব, নীতি, সকল মর্যাদা।

স্বার্থের বাজারে হারিয়ে ফেলেছে,
সত্য, প্রেম, সকল ভালোবাসা।
টাকার পেছনে ছুটে বেড়ায়,
ভুলে গেছে জীবনের মূল্যবোধ।

অর্থের কাছে নত হয়েছে মাথা,
নতুন করে গড়ে তুলেছে নিয়মকানুন।
শোষণ, অত্যাচার, অন্যায়ের খেলা,
টাকার জোরে চলে সবই এখানে।

মানুষ হারিয়েছে তার মর্যাদা,
পশুর মতো হয়ে উঠেছে আচরণ।
টাকার গোলাম হয়ে বেঁচে আছে,
ভুলে গেছে জীবনের আসল স্বাদ।

কবে জাগবে এই মানুষ,
বুঝবে জীবনের মূল্য কতটা?
টাকার চেয়েও বড় জিনিস আছে,
সেটা হলো মানুষত্ব, ভালোবাসা।

শুধু টাকার পেছনে না ছুটে,
মানুষ হওয়ার চেষ্টা করো একবার।
সবার মিলিয়ে গড়ে তোলো,
সুন্দর এক পৃথিবী, ন্যায়ের মন্দির।