বৈষম‍্যটা কাটবে যে দিন,
সবার সেদিন হবেই সুদিন।
সুখ-দুঃখেরা আসবে যাবে,
ভালো-বাসা ঘরেই রবে।
সুখের খোঁজে ছুটে বেড়ায়,
দুঃখ তাতেই পিছু তাড়ায়।
মনের কোনে লোভের বাতাস,
মেঘলা হলো হৃদয় আকাশ।
ঘৃণা আসে ভালো কথায়,
মিষ্টি কথা মানুষ ফাঁসায়।
দায়টুকু যে আমার শুধু,
সত্যি কথায় তেঁতো মধু।
মন্দ হলেও লাগবে ভালো,
থাকলে ছোঁয়া আশার আলো।
প্রশংসা কেউ করলে তারে,
ভুলে কেমন সত্যি যারে!


********


তাং: ‌২৪/০৬/২০১৮ ইং
৯ আষাঢ়,১৪২৫ বাংলা
বিকাল:৫.৪৪
নিজ বাসভবন,ধ‍র্মনগর
উত্তর ত্রিপুরা, ভারত