অন্ধকারে ঢাকা আকাশ,
হাওয়ায় ভেসে বেড়ায় বিষাদের বাতাস।
পাপিষ্ঠের ক্ষমতায়
জ্বলে উঠেছে পৃথিবীর বুক।

ন্যায় বিচার লুপ্ত,
অত্যাচারী দিন যেন চিরস্থায়ী।
শোষিত, নিপীড়িত জনগণ,
হাহাকারে ভেঙে পড়ে তাদের স্বপ্ন।

কালো মেঘের ঘনঘটা,
ঢেকে ফেলেছে সূর্যের আলো।
অন্ধকারে ডুবে যাচ্ছে সকল,
পাপিষ্ঠের ক্ষমতায় পরিবেষ্টিত সবই।

কোথায় আশার আলো,
কোথায় ন্যায়ের বিচার?
হতাশার দীর্ঘশ্বাসে,
ভেঙে পড়ে মানুষের জীবন।

এই অন্ধকার কবে যাবে,
কবে আসবে সুন্দর ভোর?
মানুষের মনে জাগবে কি,
সত্য ও ন্যায়ের আলো?

আমরা কি সবাই মিলে,
লড়াই করবো এই অত্যাচারের বিরুদ্ধে?
পাপিষ্ঠের ক্ষমতার অবসান ঘটিয়ে,
গড়ে তুলবো এক নতুন পৃথিবী।