নীরবতা নয়, আরও কিছু কথা বলি,
পৃথিবীর চারপাশে দেখি অগণিত রাস্তাগুলি।
মনে হয়-
মুখ বন্ধ করা মানে ন্যায্য  কথা না বলা।
শিখতে থাকি ,প্রশ্ন করি-
অবগত হই, বিচক্ষণ হই, কণ্ঠে  আওয়াজ বাড়াই,
এই পৃথিবী আমার, আমার ভবিষ্যৎ।