প্রতিটি মানুষের ভেতর বুঝি একটি একটি বিশেষ ক্ষুধা থাকে,
সকালের সূর্যের মতো জ্বলে উঠে ভেতরে ভেতরে-
কেউ দেখেনা তা।
স্বপ্নের আকাশে, স্বপ্নের আলো উদ্ভাসিত করতে,
শুরু হয়-ইঁদুর দৌড়।
শান্তি নেই শুধু যন্ত্রণা, দৌড় আরো জোরে দৌড়-
এই দৌড় ক্রমশ বাড়তেই থাকে।
শেষে না হয় অন্যের মুখ থেকে আলো চুরি করে
নিজেরা আলোকিত হতে হয় ।
ক্রমে জন্মে যেন একটি বর্বর জানোয়ার।
নীরব রাস্তা দুঃখে ভেসে যায়, জ্বলে প্রচন্ড কামনার আগুন।
শুরু হয় অস্থির দুর্দশার গল্প,
যেখানে অতৃপ্ত আত্মাকে শূন্যতা গ্রাস করে প্রতিদিন ।