নদীর বুকে ঢেউয়ের খেলা,
কখনো তীরে বসে পাখি গান গায়,
প্রকৃতির সৌন্দর্য ছড়ায় স্বচ্ছ  জল।
নদী তীরে ঘাসের সবুজ,
বিশালতা অপার,
মনে হয় যেন এক সাগর।


নদীর  টানে মন, এক  জীবন্ত জীবনধারা।
তার সাথে মিশে আছে,
আমাদের ইতিহাস, সংস্কৃতি, ঐতিহ্য।