আশ্বিনের শারদপ্রাতে যখন বেজেছে আগমনীর সুর,
মেয়ে যে তোমার ব্যস্ত কাজে - হাজার মাইল দূর।
পুজোর দিনে তোমায় বলো কেমনে ভুলে থাকি,
তোমার টানে আকুল হৃদয় - অশ্রুভরা আঁখি।
পুজোর জামা হয়নি কেনা, হয়নি যাওয়া তোমার কাছে -
তোমার কথা পড়ছে মনে, কিন্তু যাওয়ার কি উপায় আছে?
মনখারাপীয়া পুজোর দিনে ব্যস্ত যখন কাজে,
হঠাৎ দেখি তুমিই আছো আমার কাজের মাঝে।
মাগো তুমি এসেছ আজ, এসেছ নবসাজে।
কাজের মাঝে আজকে তোমার শারদবেণু বাজে।