ক্ষণে ক্ষণে আমার হৃদয় মাঝে
তোমার গান উঠিবে বেজে -
তুমি জানবে না।
বারে বারে শ্রাবণ রাতে ফাগুন সমীরণে
তোমায় ভেবে উন্মনা কোন্ সুর জাগিবে প্রাণে -
তুমি জানবে না।
জোৎস্না রাতে একলা বসে চাঁদের পানে চেয়ে
মনটা আমার উঠবে ভরে তোমার পরশ পেয়ে -
তুমি জানবে না।
একলা আমি করবো পূজা সারা দিবস রাতি
হৃদয় জুড়ে রাখবো কেবল তোমার আসন পাতি -
তুমি জানবে না।
জানবে তুমি আমি আছি আপন খেলা নিয়ে
চলছে জীবন যেমন চলার কান্না হাসি বেয়ে।
জানবে না তো কক্ষণো আমার সকল প্রাণ মন
হাজার বছর ধরে তোমায় করেছি সমর্পণ।