জানপাখি ! কি অপরাধ ছিলো আমার ?
সেই তুমি চলে গেলে আমাকে একা করে
ফিরলে না তুমি,
কড়া নাড়লে না আর মনের মন্দিরে ।


তুমি কোথায় জানপাখি  ?
ফিরে এসো তোমার ভালোবাসার নীড়ে,
তোমার চলে যাওয়ায় এই শূন্য দেহে
খাঁচাটা উবুড় হয়ে আছে পড়ে ।


জান তুমি কোথায়  ?
কি দোষ ছিলো আজও বললে না,
রাগ আর বুকভরা অভিমান নিয়ে
পাড়ি জমালে অচিনপুরে জানালে না ।


আমি আজ পড়ে আছি শূন্য হৃদয়ে
তুমি চলে গেলে এত কষ্ট হবে জানলে রে-
কোনদিন এভাবে যেতে দিতাম না
আগলে রাখতাম আমার হৃদয়ের নীড়ে ।


তুমি কি চাও ?
ভালোবাসার প্রদীপ অকালেই নিভে যাক ?
আমার এই অন্ধকারাচ্ছন্ন অন্তরে
তুমি যে প্রেমের বাতি জ্বালিয়েছো,
তা এখনো টিপ টিপ করে জ্বালিয়ে রেখেছি
হাজারো ঝড়-বৃষ্টিতে নিভে যেতে দেই নি
শুধু তোমার প্রত্যাশায়   ।


জান !
আমার  আজ,
ভালোবাসায় টান পড়েছে ।
ফিরে  এসো  আমার  সোনাপাখি
আজও  এই  নির্জন  রাতের অন্ধকারে,
তোমার  অপেক্ষায়  পথ  চেয়ে  বসে  আছি ।