মৃত্যু হলো হঠাৎ করেই নাই হয়ে যাওয়া


হুট করেই একদিন অদৃশ্য আতঙ্কে পুড়বে পুরনো হৃদয়ের ক্ষত।
তোমাকে বলা কথাগুলো, যা ভুলে যেতে বলেছিলাম
তা মনে পড়বে তোমার। মনে পড়বে হয়ত, ভালোবাসতে কি না


একদিন আর দেখবে না কোথাও, পাবেনা খুঁজেও, পুরনো নিশ্বাসের নীচে চাঁপা পড়া একটুখানি প্রেম!


যেদিনগুলোতে তোমার কথা ভাবতাম, সেসব দিন আঁধার হবে,
জোছনা মিলিয়ে যাবে।
এত্তবড় রাত, রাতভোর হবে। প্রথম ভোরের পাখি।
তারপরে
পাতাকুড়ুনির ব্যাগে ভরে সমস্ত পিছুটান, আমি চলে গেছি


এভাবেই
হুট করেই একদিন নাই হয়ে যাবো, অদৃশ্য হয়ে যাবো।
সেইদিন, হঠাৎ করেই দেখে নিও মন
ওই মন ভালোবেসেছিলো কি না!