সুরভী শ্বাসে জীবন
উল্লাসে,আঁধারে আলোর মেলা
চারদিকে আনি অসি ঝনঝনি মরণ জীবনের
খেলা,
অস্পষ্টতায় ছেয়েগেল সব,চুপচুপ সবে বলে
অসীমের মাঝে সসীম
হারায়ে ঘুরছি দলেদলে,
কোথাগেল সেই শানিত ধারা আলোকিত
সেই দিন,
মহামানবের জীবনধারা কেন হল আজ লীন?
মর্মতলে সুপ্তব্যাথা আজিকে কেন জাগে
হৃদয় আমার কম্পিত হয় নিবেদনের এক বেগে,
জানাছিলনা এ কোন পথ,ব্যার্থ কর্ম
কোলাহল
মনপ্রাণ আকুল হয়েছে,হয়েছে উদাস-চঞ্চল,
হৃদয়ে কেন এত শুন্যতা,বিষণ্য কেন হয়,
জীবন চলার প্রতি পদেপদে ব্যার্থতা কেন
রয়?
অন্ধকার দেখি কেন আমি আলোকিত
আকাশতলে
পরাধীন হয়ে যেন পরে আছি আবদ্ধ এক
শৃংখলে,
মাথায় পড়ে লোহার টুপি আর পায়ে শিকল
বেড়ী
হৃদয় তলে বহ্ণি জ্বেলে পরিচিত পথ ধরি,
যেপথে আছে যত সাফল্য আলো ঝলমল দিন
দিনান্তে পাব পরিচিত ঘর
আশা হবেনা লীন,
যেপথ ধরে চলেছে দুর্দম অকূতোভয় যত
বীর,
বিভূ তুমি সেই পথ দাও আগ্রহ অধির|