খুব কাঁদতে ইচ্ছে করছে
টোয়াইলাইটে ঝিঝিপোকার নিঃশব্দ হাহাকার
আমার অস্পষ্ট কান্নার সাথে মিশে গেছে,
নোনাজলের কপোলে স্নান সেরে যখন মশাটা চলে যাচ্ছিল,
তখন নিয়তির দু'ঘা খাওয়া তথাকথিত পোড়াকপালির তকমা লাগানো আমি কি করে বলি,
থেকে যাও!


চিৎকার করে কাঁদতে পারছিনা,
মানুষ তখনই শব্দ করে কাঁদে, যখন সেই শব্দ শোনার মত পাশে কেউ থাকে
আমারতো কেউই নেই
এ অচেনা শহরে!!


রাত গভীর হয়
একাকীত্ব বাড়ে
চাঁদ তারার আলোটাও ফিকে হয়ে আসে
শহুরে প্রকৃতি নিষ্ঠুর থেকে নিষ্ঠুরতর হতে থাকে,
আর আমি
আমার কষ্টগাঁথা বুনে দিতে থাকি ফিকে হওয়া আকাশের বুকে!!