বহুদিন পর এলে,
বাতাসে ছেঁয়ে যাওয়া পুষ্পের ঘ্রাণ নিয়ে,
পুষ্পিতা!
আমি আজও তেমনি আছি,বদলাইনি
তোমার আঁচলে বেঁধে রাখা সুখ সিন্দুকের সেই চাবিটা,
না,আমি তা চাইতে আসি নি
আমি জানি,তুমিও তা দিতে আসোনি।


তুমি কি আমার জন্য একটু দুঃখ এনেছো?
এনে থাকলে তা মুক্ত আকাশে ছেড়ে দাও
মুহুর্তেই তা আকাশ নীল করে আমায় খুঁজে নিবে।


আজ আমার কষ্টের মাঝে বসবাস,
রক্তগোলাপের ডালে দাঁড়কাকের কা কা রব
আমি খুব স্বাভাবিক ভাবেই দেখি,
চোখের সামনে প্রমত্ত স্রোতস্বিনী থমকে দাঁড়ায়
সে নদীর কূলে বসে থাকি বসন্তের কোকিলের পানে চেয়ে
অথচ সে আমায় কোন গান শোনায় না।


তুমি আজ বহুদূরে
কতদিন দেখিনা তোমায়!
অথচ প্রতি রাতে নিশ্চুপ ছোঁয়া অনুভব করি তোমার,
তোমার নিশ্বাসের সাথে আসা পারফিউমের সুবাসটাও!


পুষ্পিতা!
একটি দ্বীর্ঘশ্বাসের সাথে শেষ একটি অনুরোধ,
হয়তো তুমি রাখতেও পারো,কোকিলের মত,
যে বসন্ত এলেই ফিরে আসে,
"কিছু অণুক্ষণে তুমিও ফিরে আসো কিছুক্ষণের তরে।"


(বহুদিন পর এলে,,এই আসাটা কিন্তু স্বপ্নে।)