এখন কোকিল আর কাকে কোন পার্থক্য খুঁজি না,
বসন্ত আর শীতের ফারাক ধরতে একগলা পানিতে নামতে হয়,
দিন আর রাতের মাঝে আলো অন্ধকারের খেলা,
কর্মব্যস্ত জীবনের মোহময়তা,
আমার কাছে একই সুর বাজিয়ে যায়,
আমি বাউফলের খোসা ছাড়িয়ে উনুনমুখী হয়ে বসে থাকি,


মনের মাঝে উঁচু উঁচু গাছ
বুকের মাঝে নিচু নিচু শেকড়
দেহের মাঝে শুষ্কাক্ষী মরা বন
পায়ের কাছে ধ্বংসকাল।
স্তুপকায় ভালোবাসা যখন কৃষ্ণসাগর পেরিয়ে ভুমধ্যসাগরের কূলছাড়া
আমি আছড়ে পড়ি পুরাতন স্মৃতিপথে
আশায় থাকি,
কেউ আসুক
হাতদুটি ধরে বলুক "উঠে এসো প্রেমে ভর করে "
আমি তখন এলোমেলো জগত ছেড়ে চলে আসি নির্ভারে,
কিন্তু হায়!
আমার আলপিন বেঁধা হৃদয়ের ক্ষত তেমনই থাকে,
নক্ষত্রের নিয়ন আলোয় কেউ আসেনা,
আমি বরষণে।