বাংলার আকাশে বাতাসে,
পরাধীনতার গ্লানি মুছে,
উচ্চারিত জয় বাংলা জয় বাংলা, বাংলার জয়,
যে স্লোগানে মোরা পেয়েছি আজ স্বাধীন পরিচয়।
এখনো একাত্তরে স্মৃতিতে শুনি,
বঙ্গবন্ধুর সেই অমৃত বানী।
তোমাদের ঘরে যা কিছু আছে, তাই নিয়ে শত্রুর মোকাবেলা করতে হবে,
এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম,
এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম।
বঙ্গবন্ধু আজ, আমাদের কাছে নেই,পাশে নেই,
তবে আছে প্রতিটি বাঙালির হৃদয়ে,
মনে অন্তস্তল,ভালবাসার পরশে।
এখনো কানে ভাসে বঙ্গবন্ধুর সেই ঐতিহাসিক ভাষণে,
লাখো শহীদের স্মৃতিচারণে,
ভারি হয়ে আসে উত্তপ্ত কণ্ঠের সুচারু পাল্লা,
রক্ত যখন দিয়েছি, আরো দেব,
তবুও বাংলার মানুষকে মুক্ত করে ছাড়বো ইন-সা-আল্লাহ।
বঙ্গবন্ধু বিশ্ববন্ধু তুমি আছো,থাকবে চির কাল
শত বাঙ্গালির অন্তরে,
তোমার হারিয়েছি মোরা ১৫ আগস্ট উনিশ'শ পছাত্তরে।
ঘাতক দালাল রাজাকার,
চেয়েছিলো এ দেশ হবে চারকার,
তবে পারেনি তারা ধ্বংসাতে, তোমার গড়া স্বপ্নকে।
তুমি আছো বেঁচে কোটি বাঙ্গালির হৃদয়ে,
থাকবে বেঁচে চির জীবি হয়ে,
তোমার গড়া স্বাধীন বাংলাদেশে তুমি রবে প্রতীয়মান,
তুমি বাঙ্গালি জাতির পিতা,তুমি বঙ্গবন্ধু,
বিশ্ববন্ধু তুমি শেখ মুজিবুর রহমান।