আজ নীল আকাশের মেঘ গুলোকে
সত্যি মেঘলা মনে হচ্ছে,
ইচ্ছে করছে এক উড়ালসেতু দিয়ে
চলে যেতে মেঘেদের দেশে।
মনে কতক ইচ্ছে করে পাহাড় সাগর পাড়ি দিয়ে,
হারিয়ে যেতে নীলের চরে কাশফুলের আবছায়াতে।
আচ্ছা এতো সহজ কি সব করা?
মনে যখন হাজার প্রশ্ন,
উত্তর পাব কোন দেশে?
মাঝে মাঝে ইচ্ছে করে
জোনাকিদের মত দল বেধে চলতে,
মাঝে মাঝে ইচ্ছে করে
তারা হয়ে ঝিকিমিকি জ্বলতে।
কিন্তু কোথায় আর কি?
রাতে এলাম সূর্য হয়ে দিনের হলাম চাঁদ,
ইচ্ছার ঘুড়ি উল্টো ঘুরে, দুঃখে কাটে রাত।
মাঝে মধ্যে মনের অজান্তে কিছু মৃদু বাতাস বয়,
তবে বাতাসে দূষণপোড়া গন্ধে হৃদয়ে করে ক্ষয়।
এখন শুধু অপেক্ষার পালা,
কবে কবে ঝরে যাবে জীবন গাছের পাতা।।