আমি সেদিন একা,
আনমনে চাঁদ দেখিলাম,
আর তুই বলেছিলি,
এই ছেলেটা!  চাঁদটা কি তোর একার?
ইচ্ছে হলে তুই ভাগটা দিবি,
দুইজনের ভিন্ন চোখে একই কিছু দেখা।
আমি তোর জন্য পুরো চাঁদটা দিলেম,
ফেলে আসলাম একা।
তুই হয়ত দেখিস নি তারে,
তোর এলোমেলো চুলে মাঝে,
হারিয়ে গেছে শেষে।
এই যে, এই ছেলেটা!
সকালটা কি তোর একার?
তারপরেতে সকলটা তোর জন্য করলাম একা,
সেদিন হতে সেই মেয়েটা হারিয়ে গেল ঘুমে,
সকাল পেরিয়ে বিকেল হলে ফিরে।
একদিন আমায় ডেকে বলল,
আমার জন্য রেশমি চুড়ি, এবার কিনে দিবি?
আমি চুড়ি কিনতে কিনতে,
চুড়ির একটা দোকান কিনলেম,
একটা চুড়ি ও নিতে এলো না সে।
তার পর থেকে হাত দুটো তার হারিয়ে গেল যেন!
আমাকে সে বলেছিলো,
এই যে!এই, শুনছিস?
তোর জন্য কাপটা করে চা নিয়ে কিন্তু আসব?
অপেক্ষায় থাকিস তবে,
হাসি দিয়ে সাড়া দিলেম,
তার চায়ের জন্যে অপেক্ষা করতে করতে,
আমার সারা জীবন গেল,
তবে ফের এলো না সে,
ফের এলো না সে,
ফের এলো না সে।