আমি হারিয়ে গেছি বিশাল সমুদ্রে নয়,


হিমালয়ের পর্বতে নয়, গহিন বনে নয়,


আমি হারিয়ে গেছি এই আমার জন্মভুমির মায়ার আদরে।


আমি আজ মুগ্ধ, নর্তকীর নাচে নয়,


গায়কের গানে নয়,সাউন্ডের সুরে নয়,


আমি মুগ্ধ হলাম আমার দেশের কোকিলের গানে,


দোয়েলের সুরে, ভ্রমরের গুঞ্জনে, আর ময়ুরের নাচে।


আমি আজ ভাবুক কোন দুশ্চিন্তায় নয়,


কোন কষ্ট পেয়ে নয়, কোন কিছু হারিয়ে নয়,


আমি আজ ভাবছি এই দেশের তরে পরম আদুরের মাতৃকোলে।


আমি নিস্তব্ধ আজ কোন বড় আঘাত পেয়ে নয়,


কোন প্রেমার ছেঁকায় নয়,কোন ইতর শোকে নয়।


আজ আজ নিস্তব্ধ স্বদেশের প্রেমে তারে ভুলবার ভয়ে।


আমি আজ উদাসীন কিছু পাওয়ার জন্যে নয়,


কিছু চাওয়ার জন্যে নয়,কিছু খোঁজার জন্যে নয়,


আমি আজ উদাসীন বাউলের গানে,


নৌ-মাঝির সুরে আর আর কলকাকলিতে।