ঈদ নিয়ে লিখতে বসেছি ঈদ কাব্য,
হাসলে ও হাসতে পারো,
না হয় ভালবাসতে পারো!
ঈদ মানে মধুর খুশি,
মিষ্টি হাসির মাখামাখি।
ঈদ মানে রোদ বৃষ্টিতে
ছাতা নিয়ে টুকিটাকি।
ঈদ মানে সকাল সকাল
ঈদগাহে গিয়ে বান্দেগি,
কোলাকুলি আর সেলফিগিরি।
ঈদ মানে-
এ বাড়িতে ওই বাড়ির সেমাই-চিনি
ফালুদা হালিম নাস্তাখাস্তা
আমদানি আর রপ্তানি।
ঈদ মানে সেলামি ঈদির
নজরদারি আর ভাগাভাগি।
ঈদ মানে ক্লান্তি ছেড়ে
রিমোট নিয়ে টানাটানি,
ঈদ মানে বিশেষ ঈদে সংখ্যায়
আয়োজক স্পেশালিষ্ট পত্র-পত্রিকাদি
ঈদ মানে ছন্দের তালে
হানিফ সংকেত এর ইত্যাদি।
ঈদ মানে বন্ধুদের সাথে
প্লেন নিয়ে যতসব বাড়াবাড়ি।
সব মিলিয়ে ঈদ মানে লেবুর শরবত,
রসগোল্লা আর মিষ্টি মধুর হাড়ি।।