শীতের বুড়ি হিম কাটিয়ে গিয়েছে অনেক দূরে,
আমি কাজী একলা বসে ভাবছি নির্জনে।
ভ্রমর এসে খুশিতে গায় মিষ্টি মধুর গান,
দখিণা বাতাসে উচ্ছাস জোয়ারে বসন্তের আহবান।
রংধনু আজ রং মেলেছে ফুল বাগানের ফুলে,
বাসন্তী শাড়ীর আঁচলে ঢেকে বঙ্গমাতৃ কোলে।
               ওগো ঋতুর রাজ ,
              তোর আগমন আজ।
সানাই বাজে কুকিলের কুহু কুহু কণ্ঠে,
সারা রাজ্য মুখরিত তাই মুকুলের মৃদু গন্ধে।
সেজেছে আকাশ মুক্ত বাতাস সেজেছে নব প্রাণ,
চল সবাই মিলে করি বসন্তের জয় গান।