স্বার্থের অন্ন মাঝি বুক ফুলিয়ে চায়
নিত্য সঙ্গতায় তবুও তার ভয়
সাধের নৌকা তোমার দিগ-দিগন্তে যায়
মাঝি তোমার মনে কি নেই, একটুখানি ভয় ?।


সত্য ন্যায়ের মাঝেও তার ভবিষ্যৎ নাই
মাঝি ভাবে তাহলে, কি হতে পারে উপায়
মানব ইন্দ্রিয় আর সঙ্গের ঠায়  
তাহলে তুমি মাঝি, ধর অন্য উপায়।

সত চিন্তা আর হাজারো ভাবুক মনে
মাঝি ভাবে তাহলে, অন্য কি উপায় হতে পারে ?।


আশায় বাধিয়া বুক মাঝি, ধরিল দরিয়া পানে
সাধের দরিয়া তারে নাহি নিল মনে
সুখের সাগর ছাড়িয়া মাঝি, দুঃখ করিল কবুল
হায় হায় তাই কি হয়, সবই হল  ভুল।