হ্যাঁ নেতা আসছে
তবে দুঃখের সাগরে ভাসছে
ভাসমান কর্মী গুলো।
কিনারা থেকে বহুদূরে দাড়িয়ে নেতা হাত নাড়ছে
হয়তো কিনারায় আসার আগে ভাসমান কর্মীরা শেষ বিদায়ের ঘরে চলে যাবে।
চলছে ভালোই রাজার নীতি
কেউ খায় তো কেউ খায়না
কেউ তো সিনেমার মত টাকাও খায়!
কেউবা সিনেমার মত নারীও খায়!
কেউবা সিনেমার মত জমিও খায়!
কেউবা সিনেমার মত নীতিও খায়!

সবাই খায়!
যারা খায় তারা পায়
যারা খায়না তাদের নেই কোন বায়না।
মদের গ্লাসে চুমকে চুমকে
নারীর আঁচল ধরি টানি কয়
আজ রাত আমার ল'য়
মদের গ্লাসে নীতির ক্ষয়!
বঙ্গ পাড়ের নেতার জয়
নেতা আছে তবে নীতি নাই।

উদর ঘাড়ে বুদো উঠে,নেতার ঘাড়ে ঘটি উঠে
নেতা যখন খেতা হয়,কর্মী তখন ভ্রাতা হয়
কর্মী গণ নরম স্বরে নেতাকে ভারী আদর করে
নেতা তখন চুপটি করে কর্মী গনের পদ ধরে
ঐ যে নেতা আছে নীতি নাই,কেমনে বুঝায় নেতার দ্বায়!
হঠাৎ করে চাকতি ঘোরে,নেতা তখন ঘুমের ঘোরে
কর্মী গনের উচ্চ স্বরে ঘুম ভাঙলো নেতার ভোরে
হন্ত হয়ে গামছা খুঁজে, শক্ত করে কোমর ডরে
ছুটছে নেতা ঘুমের ঘোরে দেশের তরে যাবো মরে
পৌঁছে দেখে দৌড়ের পরে আছে নেতা লাখের পরে।
নেতা তখন প্রাণোভরে রুদ্ধশ্বাসে দৌড়ে মরে
ঐ যে নেতা আছে নীতি নাই,কেমনে বুঝায় নেতার দ্বায়!

দুঃখ একটা আছে ভাই
আসলে বঙ্গদেশে নেতা আছে
আসলেই তাদের  নীতি নাই।


১৯-০৬-২০২৫