হে আনন্দ,হে জীবন,হে স্বাদের প্রাচুর্য
পার্থিব জীবন তোমার ক্ষণস্থায়ী আবাসন
ভোগের সম্পদ বৈকি আর নয় কিছু প্রতিক্ষণ।
জীবনের কত-শত দিন কেটে গেলো
হেলায় হেলায় বেলায় বেলায়।
মাথার উপর সূর্য উদিত হয়েছে
কালো চুলে শুভ্র পালকের ন্যায় বিচারক উঁকি দেয়,
পাতা ঝরে পড়েছে জীবনের পাতা
তবুও গুছানো হয়নি জীবনের খাতা।
দেখো সাদা পালঙ্ক কালো কাপড় উঠেছে
কত-শত জীবন শুয়েছে হেথায়
বরই পাতার গরম ঘ্রাণে মাতোয়ারা হয়েছে শয়ন সোপানে।
নির্জীব আত্মা কাঁপুনি দেয়,বলে উঠে ক্ষনে ক্ষনে!কোথায় রেখেছো মোরে দেখো না কেউ জনে জনে।
জীবনের অন্তিমদশা ঝেঁকে ধরেছে তোমায়
এ পথে যে জন গিয়াছে তবে হায়,ফিরনি তবু আর
ধরণীর মায়ায়!


১৮-৪-২৫
ঢাকা,বাংলাদেশ