দেখুন সমস্যা হীন পৃথিবী কখনো কি হয়?
পৃথিবীর বাঁধাধরা নিয়ম আছে যত
সমস্যা তারই অনুলিপিতে তত।
আপনি চাইলেই কি সমস্যার আড়ালে যেয়ে কোন কাজ করতে পারবেন?
সমস্যা হীন পৃথিবী সে তো দূর ভাবনার আড়ালে।
জীবনের প্রতিটি ক্ষণে প্রতিটি পদধূলিতে সমস্যার
শিকলে বাঁধা আছি আমরা সকলেই।

দেখুন সমস্যার শকটে চড়ে দূর আকাশের পথে পাড়ি দিয়েছে কতশত মহারথী
দেখুন সমস্যার শকটে চড়েই আকাশের পথ ঘেঁষে দূর পাহাড়ে ছায়া হয়ে দাঁড়িয়ে আছে শত শত বৃক্ষ রাজী।
পৃথিবীর বয়সের সাথে সমস্যার বয়সও সমানুপাতিক সম্পর্কে জড়িয়েছে তত।

দেখুন সমস্যা সাথে অভাব,অবসাদ এগুলো তো পৃথিবীর নিয়মে বাঁধা আছে।
চাইলেও কি সমস্যার থেকে দূরে থাকা যায়?
থাকুক না হাজারো সমস্যা, হাজারো গ্লানি
চলুক না সব একসাথে দুঃখের ভার না হয় আমরা একসাথে টানি।

দেখুন সমস্যা হীন পৃথিবী কখনোই হয়না
সমস্যার আড়ালে দূরে পথ বাড়ালে হয়তো পেয়ে যেতে পারি জীবনের প্রাপ্তি।

তাহলে আর বসে থাকা নয়,হাজার ব্যথা ল'য়
ঘুরে দাড়িয়ে উচ্চস্বরে কহি জীবনেরই জয়।


৩০-০৫-২০২৫